চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ওয়াসাকে আরও উদ্যোগী হতে বললেন প্রধানমন্ত্রী

নাগরিক সেবা-সুবিধা প্রসারে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এবং দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলতে ওয়াসাকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা ওয়াসার তিনটি পানি শোধনাগারের শুভ উদ্বোধন ও ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি এসময় পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও যত্নবান হয়ে ঢাকা ওয়াসাকে সর্বাত্বক সহযোগিতা করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন,আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে ঢাকা ওয়াসার স্টিস্টেম লসের পরিমান ৪০ ভাগ থেকে কমে ২০ ভাগ নেমে এসেছে। যা সবারকাছে কাছে প্রশংসিত হয়েছে। আমরা আমাদের প্রতিটি পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। এসডিজি ২০৩০ লক্ষ্যের মধ্যে ৬ নম্বর হলো ‘সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা’, যা আমরা এরই মধ্যে পূরণে কাজ করে যাচ্ছি।

নাগরিক জীবনে মানুষকে গ্রাম থেকে শহরমুখী না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা এখন প্রতিটি অঞ্চলে সকল সেবার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছি। এমনকি বস্তিগুলোতে আমরা ফ্ল্যাট তৈরি করে দিব। তারা ভাড়া দিয়েই থাকবে। মাসে, সপ্তাহে, যেনো ভাড়া দেয় সেই ব্যবস্থা করে দিব আমরা।

বক্তব্যের শেষে পানি ব্যবহারে সচেতন হতে আবারও সবাইকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।