মারা যাওয়ার আগে শেন ওয়ার্নের কক্ষে ঢুকেছিলেন দুই নারী। তারা মাসাজকর্মী ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেই দুজনসহ একসঙ্গে চার নারী এসেছিলেন থাই হলিডে রিসোর্টটিতে। যারা ফিরে যাওয়ার ঘণ্টা দুয়েক পর অজ্ঞান অবস্থায় পাওয়া যায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনারকে।
ওয়ার্ন মারা যাওয়ার পাঁচদিন পর সামনে এলো নতুন এ তথ্য। ঘটনার দিন শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৩ মিনিটে রিসোর্টে আসেন চার নারী। পুলিশের একটি সূত্রের বরাতে খবর, অজি তারকা নিজেই যাদের আসার সময় ঠিক করে দিয়েছিলেন।
ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে গিয়েছিলেন ওয়ার্ন। উঠেছিলেন বিলাসবহুল রিসোর্টটিতে। ৪ মার্চ সন্ধ্যায় ক্রিকেটবিশ্বকে স্তম্ভিত করে দেয় তার চিরবিদায়ের খবর। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, ওয়ার্নের মৃত্যু ছিল স্বাভাবিক।
দলের বাকি দুই নারী ওয়ার্নের বন্ধুদের কক্ষে দুই ঘণ্টা সময় কাটিয়েছেন। পরে দুপুর ২টা ৫৮ মিনিটে চারজনকে একসঙ্গে রিসোর্ট থেকে বেরিয়ে যেতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে।
যারা রিসোর্ট ছাড়ার ২ ঘণ্টা ১৭ মিনিট পর, বিকাল ৫টা ১৫ মিনিটে ওয়ার্নকে নিজ কক্ষে অজ্ঞান পান বন্ধুদের একজন। নারীদের পরিচয় এবং জিজ্ঞাসাবাদের কোনো তথ্য অবশ্য দেয়নি থাই পুলিশ।
স্থানীয় পুলিশ প্রধান ইউতানা সিরিসোমবাত গণমাধ্যমকে বলেছেন, ওয়ার্ন মাসাজকর্মীদের ডেকেছিলেন। মাসাজের কারণে তিনি মারা যাননি। তার শরীর ভালো ছিল না।
থাই কর্মকর্তারা ওয়ার্নের মৃত্যুকে কোনো দিক থেকেই সন্দেহজনক দৃষ্টিতে দেখছেন না। সঙ্গে জানিয়েছেন, রিসোর্টের ভেতরে কোনো অ্যালকোহল বা সিগারেট পর্যন্ত পাওয়া যায়নি।
ওয়ার্নের বিছানার নিচের কার্পেটে অবশ্য দুজায়গায় রক্তের দাগ এবং তিনটি রক্তমাখা তোয়ালের সঙ্গে একটি বালিশ পাওয়া গেছে। সোফাতেও ছিল রক্তের দাগ। হাসপাতালে নিতে আসা অ্যাম্বুলেন্সকর্মীরা বিছানার পাশে বমি থাকার কথাও জানিয়েছেন। পাঁচজন ফরেনসিক বিশেষজ্ঞকে ওয়ার্নের কক্ষটি পরীক্ষা করতে দেয়া হয়েছে।








