চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওমিক্রন প্রতিরোধে জাতীয় কারিগরী পরামর্শক কমিটির সুপারিশ

প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি।

কমিটির ৫০তম সভায় এসব সুপারিশ করা হয়। পরামর্শক কমিটি রাজনৈতিক সমাবেশ, ওয়াজ মাহফিল এবং বিয়ের অনুষ্ঠান ও মেলাসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে। ওমিক্রন থেকে সুরক্ষায় সরকার এরই মধ্যে যেসব বিধিনিষেধের ঘোষণা দিয়েছে, সেগুলো বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরামর্শও দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত টিকার আওতায় আনতে বলেছে পরামর্শক কমিটি।

এ ছাড়া দেশে ঢোকার প্রতিটি জায়গায় স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে। সংক্রমণ বেড়ে গেলে তা মোকাবেলায় হাসপাতালে পর্যাপ্ত সাধারণ ও আইসিইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছে কমিটি।