চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওবায়দুল কাদেরের অবস্থা পর্যালোচনা করবে মেডিকেল বোর্ড

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনায় আজ সে দেশের সময় বেলা সাড়ে ১২ টায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড বসবে।

কার্ডিওলোজিস্ট ফিলিপ কোহ-এর নেতৃত্বে বোর্ডে আছেন থোরাসিক সার্জন সিবাসত কুমারসামি, ইনফেকশন ডিজিজ প্রতিরোধ বিশেষজ্ঞ অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ হো চি কুম এবং আইসিইউ ইনচার্য সং কো মিং।

বোর্ড ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থা নিয়ে তার সাথে থাকা চিকিৎসক নিউরোলজিস্ট ডাঃ আবু নাসের রিজভীর সাথে আলোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হবে বলে সকালে চ্যানেল আইকে জানিয়েছেন ডাঃ আবু নাসের।

সেসময় ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতি হচ্ছে বলেও তিনি জানান।

রোববার হৃদরোগ আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই ঢাকায় বিএসএমএমইউতে তাৎক্ষণিক ও জরুরি চিকিৎসার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়।

সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।