চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে যুক্ত করতে রাজি হয়েছে মিয়ানমার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআরকে যুক্ত করতে রাজি হয়েছে মিয়ানমার। ঢাকায় আসন্ন ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তাড়াহুড়ো না করে পুরো সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে।

মিয়ানমারের সাথে চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা থাকলেও এখনও তাদের কেউ নিজ বাড়িতে ফিরতে পারেনি। বাংলাদেশ এরই মধ্যে প্রথম ধাপে ফেরত পাঠাতে ৮ হাজার জনের তালিকা পাঠিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে যুক্ত করতে চাইলেও মিয়ানমার এতোদিন রাজি ছিলো না।

মে মাসের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো ঢাকায় ওআইসির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছেন পররাষ্ট প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, তৃতীয় কোনো দেশে রোহিঙ্গা পুনর্বাসনে বাংলাদেশের এখনো কোনো পরিকল্পনা নেই।