চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এ সিরিজের সব কিছু নেগেটিভ নয়: তামিম

আরিফ চৌধুরী, বে-ওভাল ক্রিকেট গ্রাউন্ড, নিউজিল্যান্ড: বে-ওভালে টাইগারদের ঐচ্ছিক অনুশীলনের পর প্রেস কনফারেন্সে ওপেনার তামিম ইকবাল বলেছেন, সব কিছু নেগেটিভলি না দেখলেও হয়। হয়তো আমরা টানা ৫টি ম্যাচে হেরেছি। তবে দ্বিতীয় টি-২০ ম্যাচটি ছাড়া বাকিটা চারটি ম্যাচেই আমরা চান্স তৈরি করেছিলাম এবং একটা সময় মনেও হয়েছিলো যে আমরা জিতে যেতে পারি।

কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আমি বলতে চাই যে এর আগে আমরা যখন ২০১০এ নিউজিল্যান্ড সফর করেছিলাম তখন এমন চান্স তৈরিও হতো না। এর চেয়ে অনেক বাজে ভাবে হারতে হতো। সুতরাং আমি এটাকে পজিটিভলি দেখতে চাই যে আমরা প্রতিদ্বন্দ্বিতায় থাকছি।তামিম ইকবাল বলেন, দলের ২২ জনের ভেতরেই এই বিশ্বাসটা আছে যে আমরা জিততে পারি এবং বিদেশের মাঠে যেকোন দলের বিপক্ষে আমাদের জেতার ক্ষমতা আছে।

টানা পরাজয়ে হতাশ দর্শক-ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ তো অবশ্যই তবুও আমাদের উপর আস্থা রাখুন দলকে সময় দিন। দেশের বাইরে ভিন্ন কন্ডিশনে রেগুলার জয় পেতে আরও কিছু সময় লাগবে বাংলাদেশের। এ জন্য বিদেশের মাঠে বেশি ম্যাচ এবং সিরিজ খেলার কথা বলেন বাংলাদেশ টেস্ট দলের সহঅধিনায়ক তামিম ইকবাল।