চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এসিসির নতুন প্রেসিডেন্ট নাজমুল হাসান

চতুর্থ বাংলাদেশি হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসিসির বার্ষিক সাধারণ সভায় বিদায়ী প্রেসিডেন্ট এহসান মানির কাছ থেকে শনিবার দায়িত্ব বুঝে নেন তিনি। তার মেয়াদ আগামী ২ বছর।

পাকিস্তানের লাহোরে শনিবার সকালে শুরু হয় সভা। ভারত বাদে এশিয়ার ক্রিকেট খেলুড়ে ৩৩টি দেশ এই সভায় অংশ নিচ্ছে। এসিসির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম ভারত গুরুত্বপূর্ণ এই সভায় নেই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বাংলাদেশ থেকে প্রথমবার এসিসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম মাহামুদ। ১৯৮৯-৯১ মেয়াদে দায়িত্বে ছিলেন তিনি।

২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আলী আজগর লবি। তৃতীয় প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালের মেয়াদ ছিল ২০১০-১২ পর্যন্ত।