চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এশিয়া কাপের জন্য হকি দল ঘোষণা

আগামী ২৩ মে ইন্দোনেশিয়ায় বসবে এশিয়া কাপ হকির ১১তম আসর। এর আগে থাইল্যান্ডে ৯ দিনব্যাপী এশিয়ান গেমস হকির বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। এ দুই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

গত ৯ এপ্রিল ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল ফেডারেশনটি। পরে বিকেএসপিতে এক সপ্তাহের ক্যাম্পের মাধ্যমে সেখান থেকে ২০ জনকে চূড়ান্ত করা হয়।

দুই টুর্নামেন্টের নেতৃত্বে থাকছেন দু’জন আলাদা আধিনায়ক। এশিয়ান গেমস হকির বাছাইয়ে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন রেজাউল করিম বাবু। সহ-অধিনায়কের দায়িত্ব পড়েছে মিলন হোসেনের কাঁধে।

এশিয়া কাপের জন্য অধিনায়ক করা হয়েছে খোরশেদুর রহমানকে। ফজলে হোসেন রাব্বি হয়েছেন সহ-অধিনায়ক।

আগামী ৩ মে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। সেখানে এশিয়ান গেমসের বাছাইপর্ব শেষ করে ১৬ মে ইন্দোনেশিয়ায় যাবে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

২০ সদস্যের বাংলাদেশ দল: বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হাসান, দ্বীন ইসলাম, পুস্কর খীসা ও আল নাহিয়ান শুভ।