চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এল ক্ল্যাসিকোতেও প্যারিসের ছায়া

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে আগামীকাল রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এদিকে এল ক্ল্যাসিকোকে ঘিরে কঠোর নিরাপত্তার বেড়াজালে ঢেকে দেওয়া হবে স্টেডিয়ামসহ আশপাশের এলাকা। এমনই জানালেন স্পেনের প্রধান স্পোর্টস সিকিউরিটি কর্মকর্তা মিগুয়েল কার্ডেনাল।

তিনি আরো জানিয়েছেন, প্যারিসে জঙ্গি হামলায় একটি স্টেডিয়ামও জঙ্গিদের নাশকতার মধ্যে ছিলো। মূলত এসব কিছু মিলিয়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টারেও থাকতে পারে নিরাপত্তাকর্মীরা।

কার্ডেনাল বলেন, নির্বিঘ্নে এল ক্ল্যাসিকো শেষ করতে ইতিমধ্যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। তারা ম্যাচটিকে ঘিরে সব ধরণের নিরাপত্তার নিশ্চিয়তা দিয়েছে।

এল ক্ল্যাসিকোতে দু’দলের খেলোয়াড়রা মাঠে নেমে প্যারিসের জঙ্গি হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করবে।