চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এলিমিনেটর ম্যাচের আগে মোসাদ্দেকের চোট

বিপিএলের এলিমিনেটর ম্যাচের আগে গোড়ালিতে চোট পেয়েছেন চিটাগং ভাইকিংসের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। রোববার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের শেষ দিকে নেটে ব্যাটিং করার সময় বল লাগে ডান পায়ের গোড়ালির গাটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এ ব্যাটসম্যান। সোমবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা।

পায়ে বরফ লাগানোর পর দুই সতীর্থের কাঁধে ভর করে টিম বাসে হোটেলে ফিরে যান সৈকত। চোট কতটা গুরুতর তাৎক্ষনিকভাবে সেটি জানাতে পারেনি ভাইকিংস কর্তৃপক্ষ।

বিপিএলে ব্যাট হাতে রানের মধ্যে আছেন সৈকত। ১২ ম্যাচের ১১ ইনিংসে করেছেন ১৯৩ রান। চার ম্যাচে ছিলেন অপরাজিত। যার মধ্যে ৪৩ রানের ইনিংস দুটি।

চিটাগং ভাইকিংসের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ চলে যাওয়ায় মুশফিকুর রহিমের দলের ব্যাটিংয়ে শক্তি কিছুটা কমে গেছে। হালকা চোট আছে রবি ফ্রেইলিঙ্কেরও। ম্যাচের আগের দিন মোসাদ্দেকের চোট ব্যাটিং নিয়ে ভাবনা আরও বাড়িয়ে তুলল।