চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এরপরও মেসিকেই চায় রোমা!

লিওনেল মেসিকে আনা যায়নি। তাতে কী? বার্সেলোনা থেকে নতুন রাজস্ব কর্মকর্তা ফ্রান্সিসকো কালভোকে নিয়ে এসেছে ইতালিয়ান ক্লাব রোমা। সেই কর্তা এসেই যুগিয়েছেন আশার পালে হাওয়া! ইঙ্গিত দিয়েছেন, মেসিকে পাওয়া খুব কঠিন কিছু নয়!

ইদানীং বার্সা-রোমার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যালকমকে রোমার নাকের ডগা থেকে কেড়ে নেয়ায় স্প্যানিশ ক্লাবটির বিষোদগার করে চলেছেন রোমা কর্মকর্তারা। দুই ক্লাবের সম্পর্কে তিক্তর শুরুটা সেখানেই। ক্লাব প্রেসিডেন্ট জিম পালোত্তার মেসিপ্রেম নিয়ে টুইটারে চলছে রঙ্গ-রসিকতাও।

ক্লাব প্রেসিডেন্ট বলেই এসব রসিকতা পাত্তা দিচ্ছেন না পালেত্তা। উল্টো টুইটারে জানিয়ে দিয়েছেন, ‘কোনকিছুই আমাদের দমাতে পারবে না। আমরা এখনো মেসিকে চাই।’

নামে রাজস্ব কর্মকর্তা হলেও কালভোর মূল দায়িত্ব যে মেসিকে আনার পথ সহজ করা সেটা জানাতে রাখঢাকও করছে না রোমা। কী করলে, কত লাভে আর্জেন্টাইন মহাতারকাকে আনা সম্ভব; বার্সায় তিন বছর একইপদে দায়িত্ব পালন করা এই কর্মকর্তার ভালই জানার কথা। তাই এখন পর্যন্ত মেসিকে না পেলেও কালভোর আগমন শুভ কিছুরই ইঙ্গিত বলেই মানছে রোমা।