চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার নারী সাংবাদিককে নিয়ে বুদ্ধদেব দাশগুপ্তের ছবি

সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের পর বাংলা ভাষায় চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে যে ক’জন শুদ্ধতম স্রষ্টা রয়েছেন তাদের মধ্যে বুদ্ধদেব দাশগুপ্ত অন্যতম। তার সর্বশেষ চলচ্চিত্র ‘উড়োজাহাজ’ এখনও আলোচনায়। এর মাঝেই তিনি শুরু করে দিয়েছেন নতুন ছবির কাজ। এবারের ছবির গল্প এক নারী সাংবাদিককে নিয়ে।

ছবি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমার ছবিতে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো দেখানো হবে। ছবির গল্প এক নারী সাংবাদিককে নিয়ে, যিনি তার কর্মক্ষেত্রে নানা সমস্যায় পড়েন। নিজের মতো করে কাজ করতে পারেন না। তাই অভিযোগ করেন। এর প্রভাব তার ব্যক্তিগত জীবনেও পড়ে। বর্তমান সময়ে পুরুষরা কিছু সুবিধা পান, যেগুলো নারীরা পান না। সংগ্রাম করতে হয় তাকে। আমি এখন স্ক্রিপ্টের কাজ করছি।’

শোনা যাচ্ছিল চন্দন রায় শ্যানাল ছবির মূল পুরুষ চরিত্রে অভিনয় করবেন। কিন্তু নির্মাতা নিশ্চিত করেছেন চন্দন থাকছেন না ছবিতে।

বুদ্ধদেব দাশগুপ্ত জানান, ছবির মূল চরিত্রগুলোর জন্য এখনও শিল্পী খোঁজা হচ্ছে। শুটিং শুরু করে দেয়ার কথা ছিল এতদিনে। কিন্তু করোনাভাইরাসের কারণে সব এলোমেলো হয়ে গেছে।