চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এবার নাফ নদী সাঁতরে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা

সাঁতার কেটে নাফ নদী পাড়ি দেয়ার সময় ১১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি এলাকা থেকে এই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম সজিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান: নাফ নদীতে সাঁতার কেটে ১১ জন অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের মধ্যে ৫ জন নাফনদীর কাছাকাছি চলে আসলেও অপর ৬ জন দূরে ছিল এবং তারা ক্লান্ত হয়ে যায়। কোস্টগার্ডের টহল দল তাদের দেখে উদ্ধার করে। তাদের মধ্যে ১৫ বছরের নিচে ৩ শিশু রয়েছে। তারা মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া থেকে নৌযান না পেয়ে সাঁতার কেটে বাংলাদেশে আসছিল। টানা ৭-৮ ঘন্টা তাদের সাঁতার কাটতে হয়।

তাদের চিকিৎসা এবং রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করতে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।