চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এফ আর টাওয়ারে এখনও কেউ আছে কিনা জানতে তল্লাশি

বনানীতে আগুনে পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ভেতরে আহত বা মৃত আরও কেউ আছে কিনা জানতে সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম তল্লাশি কাজ করছে।  তারা পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের প্রতি তলায় তল্লাশি চালিয়ে দেখবে কেউ এখনও আটকে আছে কিনা, বা আর কোন মৃত দেহ পাওয়া যায় কিনা।

এই ভবনের তিনটি লিফট আছে, বন্ধ থাকলে ভেঙে দেখা হবে ভেতরে কেউ আছে কিনা।  এরপরই নিহতের সংখ্যা জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কাজ করছে সিআইডির ক্রাইম সেক্টরের একটি টিম। তারা বলেছে: যে লাশগুলো সনাক্ত করা যাবে না, তাদের আলামত সংগ্রহ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  যে মরদেহ গুলোর নাম পরিচয় পাওয়া যায়নি তাদের ডিএনএ সনাক্ত করণে সিআইডির ক্রাইম টিম কাজ করছে।