চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এতদিন মেসির সঙ্গে ব্যালন ডি’অর লড়াইয়ে ছিল পেরেজ!

ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে সরিয়ে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। তবে অনেকেই মদ্রিচের ব্যালন ডি’অর পাওয়া মানতে পারেননি। যাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলছেন তিনি।

মার্কিন মুলুকে ইব্রাহিমোভিচকে প্রশ্ন করা হয় মদ্রিচের ব্যালন ডি’অর জেতা নিয়ে। বিশ্ব ফুটবলে বরাবরই মজাদার উত্তর এবং রসিকতা করতে ভালবাসেন তিনি। এক্ষেত্রেও তাই। ইব্রা বলেন, ‘তাহলে আমরা এখন জানতে পারছি যে, এতদিন পেরেজ (রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট- ফ্লোরেন্টিনো পেরেজ) মেসির সঙ্গে ব্যালন ডি’অর লড়াইয়ে ছিল, রোনালদো নয়।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শেষ দশ বছর এই লড়াই সীমাবদ্ধ ছিল রোনালদো এবং মেসির মধ্যে। রিয়ালের জার্সিতে চারবার এই পুরস্কার জিতেছেন রোনালদো। তবে চলতি বছর রোনালদো রিয়াল ছাড়লেও, এই সম্মান জিতেছেন মাদ্রিদেরই মদ্রিচ।