চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘এটিই আমাদের সর্বকালের সেরা ওয়ানডে দল’

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ বিবর্ণ ছিলেন বাংলাদেশের বোলাররা। ব্যাট হাতে মুশফিক-রিয়াদরা সপ্রতিভ থাকলেও বোলারদের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। টাইগারদের ৪৮ রানে হারিয়ে সেমিতে কার্যত এক পা দিয়ে রাখল অজিরা। সেখানে শেষ চারের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে মাশরাফীদের।

বৃহস্পতিবার নটিংহ্যামে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ওভার শেষে ৩৩৩ রানে আটকে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর মঞ্চে মাশরাফী হারের কারণ হিসেবে বললেন, বোলাররা ৪০-৫০ রান বেশি দিয়ে ফেলেছে।

‘আমি মনে করি, আমরা ৪০-৫০ রান বেশি দিয়ে ফেলেছি। নতুবা এটি অন্যরকম হতে পারতো।’

অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলারদের বিপক্ষে ৩৩৩ রান করাও চাট্টিখানি কথা নয়। মাশরাফী তাই দারুণ ব্যাটিং করা মুশফিকের প্রশংসা করতে ভুললেন না, ‘মুশি, সাকিব, তামিম দারুণ ব্যাটিং করেছে। শেষদিকে রিয়াদ দারুণ করেছে। এটিই আমাদের সর্বকালের সেরা ওয়ানডে দল।’

‘সত্যি বলতে কী, প্রথম বল থেকেই আমরা ইতিবাচক ছিলাম। সৌম্য আউট হয়ে যাওয়ার পরে তামিম এবং সাকিব লড়াই চালিয়ে গেছে। কিন্তু ৩৮১ রান অনেকবেশিই হয়ে গেছে।’ যোগ করেন মাশরাফী।