চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এখনও উদ্ধার হয়নি ধলেশ্বরী নদীতে নিখোঁজ তিন ছাত্র

নদীতে গভীর স্রোত থাকায় উদ্ধার অভিযান বন্ধ

সাভারে ধলেশ্বরী শাখা নদীতে নিখোঁজের ২২ ঘণ্টা পরও তাদেরকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল। নদীতে গভীর স্রোত থাকায় রাত থেকে উদ্ধার অভিযান বন্ধ রেখেছে ফায়ার সার্ভিসের ডুবরিদল।

নিখোঁজ তিন কলেজ ছাত্র হচ্ছে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭), রাজন (১৭) ও আকাশ (১৮)।

ফায়ার সার্ভিস শনিবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারে ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে নদীতে গোসলে নামে একে একে সবাই সাঁতরে নদীর তীরে উঠলেও ওই তিনজন উঠতে পারেনি।

পরে ফায়ার সার্ভিস ডুবরি দলকে খবর দিলে তারা নদীতে তল্লাশি চালিয়ে তাদেরকে উদ্ধার করতে পারেনি।

নদীর দুই পাড়ে ওই নিখোঁজ তিনজনের স্বজনসহ অসংখ্য মানুষ ভীড় জমিয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় ফায়ার সার্ভিসের ডুবরিদল উদ্ধার অভিযান বন্ধ রেখেছে।