চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক সপ্তাহের জন্য মাঠের বাইরে সাইফউদ্দিন

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরুর কয়েকঘণ্টা আগে বড় ধাক্কা মিনিস্টার গ্রুপ রাজশাহীর। দলটির অন্যতম সেরা ক্রিকেটার খেলতে পারছেন না শুরু থেকে। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন গোড়ালির চোটের কারণে ছিটকে গেছেন অন্তত এক সপ্তাহের জন্য।

গত মাসে হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন সাইফউদ্দিন। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন একটি ম্যাচে। তরুণ অলরাউন্ডারকে ঘিরে অনেক প্রত্যাশা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রোববার ওয়ার্মআপের জন্য ফুটবল খেলতে গিয়ে বাঁ-পায়ের অ্যাঙ্কেলে চোট পান সাইফউদ্দিন। ক্র্যাচে ভর দিয়ে ছাড়েন মাঠ। সোমবার সন্ধ্যায় সাইফউদ্দিনের সবশেষ অবস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রাজশাহী।

এক বার্তায় উল্লেখ করা হয়, সাত দিন মাঠের বাইরে থাকতে হবে সাইফউদ্দিনকে। নির্ধারিত সময়ের পর দলের ফিজিও ও বিসিবির মেডিকেল টিম অবস্থা নির্ণয় করে দেখবে খেলার জন্য ফিট কিনা তিনি।

মঙ্গলবার টি-টুয়েন্টি আসরের উদ্বোধনী ম্যাচেই নামছে রাজশাহী। প্রতিপক্ষ মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা। আগামী এক সপ্তাহে রাজশাহীর রয়েছে তিনটি ম্যাচ। খেলতে হবে সাইফউদ্দিনকে ছাড়াই।