চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগার যুবারা

প্রথমে টি-টুয়েন্টি সিরিজ জয়। পরে ধারাবাহিকতার পথ ধরে ওয়ানডে সিরিজও বগলদাবা করে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার ৫ উইকেটে ইংলিশ যুবাদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ওয়ানডের সিরিজ জিতে নিয়েছে টাইগার যুবারা।

কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড যুবারা। শুরুর ব্যাটসম্যানদের ব্যাটে রান থাকলেও গতি ছিল ধীর। ফলে শেষের দিকে গতি বাড়িয়েও ২৫৬ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৭৩ করেছেন লুইস গোল্ডসঅর্থি। আর প্রতিপক্ষের সাত উইকেটের চারটিই তুলে নিয়েছেন স্বাগতিকদের সেরা বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটির কল্যাণে জয়ের রাস্তা প্রশস্ত হয় বাংলাদেশের। ১৩ ওভারেই ৮৮ রান তুলে ফেলেন দুই ওপেনার তানজিদ হাসান ও প্রান্তিক নওরোজ নাবিল।

দলীয় সর্বোচ্চ ৭০ করে তানজিদ ফেরার পর হাল ধরেন মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক আকবর আলী।

ফিফটি পেয়েছেন জয় ও আকবর দুজনেই। ৫৭ করে আকবর আউট হলেও ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই ফিরেছেন জয়।

সিরিজের শেষ ওয়ানডে ২ ফেব্রুয়ারি, কক্সবাজারেই। দুই যুব টেস্টের সিরিজের প্রথমটি হবে ৭ ফেব্রুয়ারি, চট্টগ্রামে।