চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক পয়েন্ট হলেই নিষিদ্ধ সাব্বির

অধিনায়ককে সতর্কবার্তার পর সিলেট সিক্সার্সের আইকন খেলোয়াড় সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছে। আম্পায়ারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অপরাধে তাকে জরিমানা করা হয়। সেইসঙ্গে সাব্বিরের নামের পাশে যোগ হয়েছে ৩টি ‘ডিমেরিট’ পয়েন্টও। আর একটি ‘ডিমেরিট’ পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন তিনি।

সাব্বিরের জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিক্সার্সের টিম ডিরেক্টর ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাব্বির গালি দেন আম্পায়ার মাহফুজুর রহমানকে।

ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় সাব্বির এমন আচরণ করেছেন। আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে; যেটি অঙ্কে প্রায় দেড় লাখ টাকা। এই ঘটনায় তার নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

শৃঙ্খলাভঙ্গের দায়ে বিপিএলের আগের আসরেও সাব্বিরকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস করতে ৬ মিনিট দেরিতে আসায় সতর্ক করা হয় সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনকে। সতর্কবার্তার সঙ্গে ‘ডিমেরিট’ পয়েন্ট পান নাসিরও।