চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক নজরে ভোট পরিস্থিতি

তিন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামে যথাক্রমে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, সাইদ খোকন ও আ.জ.ম. নাসির বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

Channelionline.nagad-15.03.24

সর্বশেষ পরিস্থিতি

ঢাকা উত্তর

ঢাকা দক্ষিণ

চট্টগ্রাম

আনিসুল হক : ৪,৬০,১,১৭
(বেসরকারিভাবে নির্বাচিত)

সাইদ খোকন :  ৪,৯২,৫০৬
(বেসরকারিভাবে নির্বাচিত)

মনজুর আলম: ৩,০৪,৮৩৭
তাবিথ আউয়াল : ৩,২৫,০৮০মির্জা আব্বাস  ২,৬৭,০১০আ.জ.ম. নাসির : ৪,৭৫,৩৬১
(বেসরকারিভাবে নির্বাচিত)

সিটি কর্পোরেশন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রার্থীদের উৎসাহ, প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ আর মাঝ পথে বিএনপিসমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জনের ঘোষণা- সবই ছিল দেশের বড় তিন সিটি কর্পোরেশন নির্বাচনে। তিন সিটি এলাকার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্র দখল, জাল ভোট দেয়াসহ নানা অভিযোগের খবর আসে ভোট শুরু হওয়ার পর থেকেই। বিভিন্ন স্থানে সংঘর্ষে বিভিন্ন পক্ষের বেশ কয়েকজন আহত হন। পক্ষ-বিপক্ষের বিবৃতি আর পাল্টা বিবৃতি গণমাধ্যমে প্রচারিত হয় সারাদিন ধরে। ভোট গ্রহণ শেষে ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে’ বলে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার।

মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সাড়ে ১২’শরও বেশি প্রার্থী।