চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এক নজরে এইচএসসির ফলাফল

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে শিক্ষার্থী ছিলো ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে ছাত্র ৪ লাখ ৫১ হাজার ৬৪৫ এবং ছাত্রী ৪ লাখ ৩৫ হাজার ২৮৮ জন।

মাদ্রাসা বোর্ডে ৮২ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। গতবছর ছিলো ৯৪ দশমিক ০৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪শ’ ৩৫ জন। গত বছর ছিলো ৬ হাজার ২৫ জন।

এছাড়াও কারিগরি বোর্ডের অধীনে অংশ নেয় ৯৮ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৯৪৭ ও ছাত্রী ৩০ হাজার ৩শ’ জন। পাস করেছে ৮৪ হাজার ১শ’২৫ জন। গত বছর ছিলো ৮৮ হাজার ৯শ’ ২৫। পাসের হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ। গত বছর ছিলো ৮৫ দশমিক ২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৪শ’ ৩০ জন। গত বছর পেয়েছিললো ৬ হাজার ৩শ’ ৯৩ জন।

এর বাইরে ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৩৭৩ জন ও ছাত্রী ৯৭১ জন। এর মধ্যে ছাত্র ৪৮ হাজার ২৮ এবং ছাত্রী ৩৬ হাজার ৩৩২ জন। এদের মধ্যে পাস করেছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৮৯ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ৪ লাখ ৪৯ হাজার ৫০৯ জন ছাত্রী।

ঢাকা বোর্ড: ঢাকা বোর্ডে পাসের হার ৬৮.১৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার শিক্ষার্থী।

রাজশাহী বোর্ড: রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো এক লাখ ৪ হাজার ৮৮২ জন। এর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৩৩০ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে সাত হাজারের কিছু কম। গত বছর জিপিএ-৫’র সংখ্যা ছিলো ৭ হাজার ৬৪১ জন। রাজশাহী বোর্ডে এবার সর্বোচ্চ পাসের হার ৭৭.৫৪ শতাংশ।

সিলেট বোর্ড: সিলেট শিক্ষা বোর্ডেও গতবারের চেয়ে পাসের হার কমেছে। এবারের এইচএসসি পরীক্ষার পাসের হার ৭৪.৫৭ শতাংশ। গতবছর পাসের হার ছিলো ৭৯.১৬। কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। জিপিএ-৫ পেয়েছে মোট ১ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ড: এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৮ শতাংশ। কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ড: চট্টগ্রাম বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গত বারের তুলনায় ৬ দশমিক ৫৭ শতাংশ পাসের হার কমেছে। এবার পাসের হার ৬৩ দশমিক ৪৯ শতাংশ। একইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১২৯ জন।

দিনাজপুর বোর্ড: দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ২শ’৯৩ জন।

যশোর বোর্ড: আটটি শিক্ষা বোর্ডের মধ্যে এ বছর পাসের হার সবচেয়ে কম যশোর বোর্ডে। এই বোর্ডে পাসের চেয়ে ফেল করেছে বেশি শিক্ষার্থী। বোর্ডে মোট পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ। আর ফেল করেছেন ৫৩ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯শ’ ২৭ জন।

বরিশাল বোর্ড: বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ০৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩’শ ১৯ জন।

এর বাইরে কারিগরি শিক্ষা বোর্ডে ৮৫.৫৮ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯০.১৯ শতাংশ কারিগরিতে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৪৩০ জন, মাদ্রাসা বোর্ডে ১ হাজার ৪৩৫ জন। গতবার সারা দেশে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন। গতবারের চেয়ে পাসের হার কমেছে ৯.৯০ শতাংশ।

কারিগরি ও বিজ্ঞান বিভাগেগ ভালো ফলাফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থীদের। তবে হরতাল ও অবরোধের কারণে পাসের হার কমেছে বলে মন্ত্যব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।