চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একুশে ফেব্রুয়ারি উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন

যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের মূলবেদী প্রস্তুত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় উপাচার্য বলেন, মহান একুশে ফেব্রুয়ারি উদযাপনের সকল প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রণয়ন করা হয়েছে। এটি আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে কার্যকর হবে। তিনি সকলকে সেটি অনুসরণ করতে অনুরোধ জানান।

রুট-ম্যাপ অনুযায়ী জনসাধারণ পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেইট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন এবং শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল গেইট দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড অর্থাৎ সলিমুল্লা হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাবেন।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চাঁনখারপুল হয়ে বের হওয়া যাবে শহীদ মিনারের দিকে আসা যাবেনা বলে উপাচার্য জানান।

এছাড়াও অমর একুশে ফেব্রুয়ারির মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ, নিরাপত্তা, শৃঙ্খলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।