চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বিশ্বের প্রতি ঘাতক দালাল নির্মূল কমিটি’র আহ্বান

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনের রজত জয়ন্তীর বিশেষ অধিবেশনে দেশি ও বিদেশি বক্তারা বলেন, একাত্তরের যুদ্ধ কেবল একটি জাতিগত যুদ্ধ নয়, এটি গণহত্যা। ২৫ মার্চকে দেশে গণহত্যা দিবস ঘোষণার দাবিও জানান বক্তারা।

ঘাতক দালাল নির্মুল কমিটির রজত জয়ন্তীতে দু’ দিনের জাতীয় সম্মেলনের বিশেষ অধিবেশনের বিষয় ছিলো বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বি-মৌলবাদীকরণ কৌশল।

দেশের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধিরাও বলেন, মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিলো না, এটি ছিলো পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত গণহত্যা। রাজনীতি থেকে ধর্মকে আলাদা না করা গেলে মৌলবাদ ঠেকানো যাবে না বলেও মনে করেন বক্তারা।

বাংলাদেশের গণহত্যা নিয়ে একটি ঘোষণাপত্র তৈরি করে সেটা নিয়ে বিশ্ব দরবারে যাওয়ার কথাও জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি।