চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একসঙ্গে থাকলে অসাধারণ সাফল্য পাবো আমরা: কিমকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরীয় নেতা কিম জং উনকে বলেছেন, তারা দু’জনে মিলে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপের এক বিলাসবহুল হোটেলে প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাতে এ কথা বলেন তিনি।

হোটেল করিডোরে দেখা ও সংক্ষিপ্ত করমর্দনের পর পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন কিম ও ট্রাম্প। এরপর এই দুই নেতা পাশের একটি রুমে চলে যান। সেখানে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বৈঠক করেন দু’জন।

ওই সময় ট্রাম্প বলেন, ‘আমরা একটি চমৎকার আলোচনা করব, এবং আমি মনে করি এতে অসাধারণ সাফল্য আসবে। এবং এটা হবে আমার জন্য সম্মানের।’

‘আমাদের মাঝে একটি চমৎকার সম্পর্ক তৈরি হবে। আমাদের কোনো সন্দেহ নেই,’ বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত যে বিরাট জটিলতা নিরসন করা সম্ভব হয়নি সেটা এবার সম্ভব হবে।

এর জবাবে কিম জং উন বলেন, ‘এ পর্যন্ত আসাটা সহজ ছিল না। অতীত আমাদের পায়ে শেকল হয়ে আঁকড়ে ছিল। অন্যদিকে পুরনো সব বিদ্বেষ আর কর্মকাণ্ড আমাদের এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। কিন্তু আমরা সেসব অতিক্রম করেছি। তাই আজ আমরা এখানে।’

‘আসলেই তাই,’ বলেন ট্রাম্প।

সাংবাদিকদের উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বিবৃতির পর কিম ও ট্রাম্প একান্ত বৈঠক শুরু করেন। ওই বৈঠকে শুধু দুই নেতার দোভাষী ছাড়া অতিরিক্ত কেউ উপস্থিত ছিলেন না।