চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সীমান্তে বছরে একশ কোটি টাকার ভারতীয় জাল রুপি পাচারে সংঘবদ্ধ চক্র

বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ভারতের গরুর বাজারকে টার্গেট করে বছরে একশ কোটি টাকারও বেশি নকল ভারতীয় মুদ্রা পাচার করছে সংঘবদ্ধ জালমুদ্রা বাজারজাতকারী চক্রের সদস্যরা।

ঢাকায় গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের গরু ব্যবসায়ীরাই মূলত ওইসব জাল মুদ্রার প্রধান ক্রেতা। ঢাকায় গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, বিভিন্ন সময়ে গ্রেফতার নকল রুপি তৈরি ও বাজারজাতকারীরা জিজ্ঞাসায় বলেছে বাংলাদেশি মুদ্রা বাজারজাতকারী চক্রের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি অভিযোগ করেন গ্রেফতারের পর এদের জামিন পেতে খুব একটা বিলম্ব হয় না।

আইনজীবীদের একটি চক্র বাকিতে তাদের জন্যে আইনী লড়াই করে থাকেন। জামিনে মুক্তির পর আবার তারা একই অপরাধে জড়িয়ে পরে। সেখান থেকে পাওয়া অর্থ থেকে পরে আইনজীবীদের ফিস পরিশোধ করে থাকেন বলে জানান জয়েন্ট কমিশনার আব্দুল বাতেন।

গত এক সপ্তাহে গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে অন্তত ৫০ লাখ টাকা মুল্যমানের ভারতীয় রুপি। গোয়েন্দা তথ্যমতে রাজধানী ঢাকাসহ সারাদেশে সক্রিয় আছে এ ধরনের অন্তত ৭টি সিন্ডিকেট।