চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একদিকে তিন সেঞ্চুরি, অন্যদিকে তাসকিন ঝড়

এক ম্যাচ কক্সবাজারে, অন্যটি হচ্ছে সিলেটে। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে দুই প্রান্তে ভিন্ন ভিন্ন দৃশ্য। এক ম্যাচের প্রথম দিনেই তিন সেঞ্চুরি তুলে সাউথ জোনকে রান পাহাড়ে নিয়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান। অন্য ম্যাচে তাসকিন আহমেদের তোপ সইতে না পেরে দুইশোর আগে অলআউট সেন্ট্রাল জোন।

কক্সবাজারে ইস্ট জোনের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাউথ জোনের তিন ব্যাটসম্যান- বিজয়, সোহান ও মেহেদী। দিনের শুরুতে ইস্টের ডানহাতি পেসার রেজাউর রহমানের ছোবল মোকাবেলা করে রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৫.০৯ গড়ে ৬ উইকেটে ৪৪৩ রান তুলে প্রথমদিন শেষ করেছে সাউথরা।

দিনের শুরুতে মাত্র ১৬ রানের মাথায় সাউথের তিন টপঅর্ডার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান রেজাউর। ৬১ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন আল-আমিন।

সেখান থেকেই ঘুরে দাঁড়ানো সাউথের। পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহানকে নিয়ে ১৯০ রানের বিশাল জুটি গড়েন এনামুল হক বিজয়। নিজের ২১তম ফার্স্টক্লাস সেঞ্চুরি পাওয়া এনামুল রানআউটে কাটা পড়েন ১৪ চার ও ৪ ছক্কাতে ১২৯ করে।

এনামুল ফিরলেও ইস্টের বোলারদের অবস্থা সঙ্গিন করে তোলেন বঙ্গবন্ধু বিপিএলে তিন ফিফটি পাওয়া স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান। খেলেছেন রীতিমতো টি-টুয়েন্টি স্টাইলেই। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফেরার আগে মাত্র ৮৫ বলে ১১২ রানের মারদাঙ্গা ইনিংস খেলেছেন এ ডানহাতি। ১১২ রানের মধ্যে ৮৮ রান করেছেন শুধু বাউন্ডারি থেকে, ইনিংসে ১০ চারের সঙ্গে ছক্কার মার ৮টি!

এনামুল-মেহেদী ফিরলেও ইস্টের বোলারদের গায়ে জ্বালা লাগাতে টিকে আছেন নুরুল হাসান সোহান। সর্বোচ্চ ১৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। ৩০২ মিনিট খেলে প্রথমদিনে ২২০ বলের ইনিংস তার, ১৯ চারের সঙ্গে ছক্কার মার তাতে ৩টি।

কক্সবাজারে যখন রান উৎসব করছে সাউথ জোন, সিলেটে সেন্ট্রাল জোন তখন কাঁপছে তাসকিন তাণ্ডবে। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে সেন্ট্রালকে ১৭০ রানে থামিয়ে দিয়েছেন নর্থ জোনের এ পেসার। ২ উইকেট নিয়েছেন আরেক পেসার সালাউদ্দিন শাকিল। ৩ উইকেটে ৮৯ রান তুলে প্রথমদিন শেষ করেছে নর্থ জোন।