চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একটি ছাতার দাম দেড় লাখ টাকার বেশি!

বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচি এবং স্পোর্টসওয়্যার বেহেমথ অ্যাডিডাস চীনে একটি রোদ ছাতা ১ হাজার ৬৪৪ ডলার (দেশি টাকায় দেড় লাখের বেশি) দাম রাখায় ক্রেতাদের ক্রোধের মুখে পড়েছে।

তারা বলছেন, অতিরিক্ত দাম ছাড়াও এই ছাতা বৃষ্টিরোধক না হওয়ায় ব্যবহারকারীকে বৃষ্টি থেকেও রক্ষা করে না। মূলত এটি একটি ‘রোদ ছাতা’।

গুচি বলছে, ছাতাটি ইতালিতে তৈরি করা হয়েছে এবং এতে খোদাই করা বার্চ-কাঠের হাতল, সবুজ এবং লাল ওয়েব এবং জি-আকৃতির হ্যান্ডেল রয়েছে।

“অনুগ্রহ করে মনে রাখবেন, এই আইটেমটি বৃষ্টিরোধক নয়। এটি রোদ ছাতা।”

বিষয়টি ভাইরাল হওয়ার পরপরই নেটিজেনরা বলছে, যে ছাতা বৃষ্টি ঠেকাতে পারে না তার এতো দাম কেন? আরেক ব্যবহারকারী বলছে, এটা কখনোই ফ্যাশনের অনুসঙ্গ হতে পারে না। ফ্যাশন হবে সবার জন্যই।

ছাতাটির ব্যবহারকারীরা বলছেন, ব্র্যান্ড কোম্পানিগুলো ভোক্তা পর্যায়ের মার্কেট বাছাই না করেই এমন দামি পণ্য বাজারজাত করেছে।

শীর্ষস্থানীয় বিলাসবহুল ব্র্যান্ডগুলির জন্য চীন অন্যতম। কনসালটেন্সি বেইন অ্যান্ড কোম্পানির মতে, গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বিলাসবহুল পণ্যের বিক্রি ৩৬ শতাংশ বেড়েছে।