চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একজন খেলোয়াড় অনেক উপরে তুলে দিতে পারেন দেশের পতাকা

ক্রিকেটে গত কয়েক বছরে বাংলাদেশের সফলতা অনেক। অনেক ক্ষেত্রেই বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশ দলের এই সফলতা এখন সম্মানের সঙ্গে দেখে বিশ্ববাসী।

জাতীয় দলে ভালো খেলার পাশাপাশি বাংলাদেশের বেশকিছু খেলোয়াড় আইপিএলসহ বিভিন্ন দেশের ক্রিকেট লীগে প্রতিনিধিত্ব করছেন। সেখানেও স্বগৌরবে সফল হচ্ছেন তারা। এ কারণে ক্রিকেট বিশ্বে সমীহের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। এ বিষয়টি আরও একবার সবার সামনে নিয়ে এসেছেন প্রবাসী সাংবাদিক ফরহাদ টিটো।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন: ‘‘ছেলেটা খুব কম বয়সে হয়তো শাহরুখ, সালমান, আমিরের মুভি দেখে উদ্বেলিত হয়েছে। কারিনা ক্যাটরিনাদের দেখে ভেবেছে ওরা তো স্বপ্নের মানুষ। ওদের সামনে যাওয়া, কোনোদিন সামনে থেকে দেখা কোনো জনমেই হবার নয়।

ছেলেটা হয়তো খুব কম বয়সে বন্ধুদের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে বসে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারকে ব্যাট করতে দেখে লাফিয়ে উঠেছে।

সেই ছেলেটা আজ আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানস এর নতুন খেলোয়াড়, সম্ভাব্য বোলিং ভরসার নাম। তার সঙ্গে হয়তো গায়ে পড়ে কথা বলতে চাইবেন, কাছে আসতে চাইবেন এখন সালমান-শাহরুখ বা কারিনা-রা। টেন্ডুলকার তো থাকছেনই যখন-তখন।

বলছিলাম আমাদের মোস্তাফিজের কথা। এর আগে হায়দরাবাদের হয়ে আইপিএল খেলে তারকা খ্যাতি পেলেও মুম্বাই দলে যোগ দেয়ার আনন্দই তো অন্যরকম। পুরো এশিয়ায় সবচাইতে বেশি সিনে তারকার শহর, বেশি মানুষের শহর, বলিউডের প্রাণকেন্দ্র, ভারতীয় ক্রিকেট ঈশ্বর সুনীল-শচীনের শহর এই মুম্বাই।

এখন খোদ মুম্বাই ভাববে মোস্তাফিজকে নিয়ে। চোখে চোখে রাখবে তাকে। জড়িয়ে রাখবে ভালোবাসায়। তাদের খেলার দিন জীবন দিতে চাইবে ওরা ফিজের জন্য।

একজন খেলোয়াড় অনেক উপরে তুলে দিতে পারেন একটা দেশের পতাকা, দেশের সম্মান। প্রিয় মোস্তাফিজের জন্য ভালোবাসা। অফুরন্ত শুভকামনা।’’