চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এইডসের সদ্য আবিস্কৃত প্রতিষেধক পরীক্ষা হবে আফ্রিকায়

মরণব্যাধি এইডসের জীবাণু এইচআইভি’র নতুন একটি প্রতিষেধক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ বছরের শেষ দিকেই সাউথ আফ্রিকায় প্রতিষেধকটি পরীক্ষা করা হবে। আফ্রিকায় এইচআইভির মহামারি সংক্রমণের বিরুদ্ধে প্রতিষেধকটি কাজ করবে – এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এটি পরীক্ষা শুরু হবে।

২০১৫ সালে বিশ্ব জুড়ে প্রায় ২১ লাখ মানুষের এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়। এদের তিন ভাগের দু’ভাগই সাব-সাহারান (সাহারার দক্ষিণাংশে অবস্থিত) আফ্রিকার। এ কারণে সাউথ আফ্রিকাতে পরীক্ষাটি চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে সাউথ আফ্রিকাতেই ২০১৫ সালে ছোট পরিসরে ২৫২ জনের ওপর প্রতিষেধকটি পরীক্ষা করা হয়। উদ্দেশ্য ছিল ওষুধটি কতটা নিরাপদ এবং এইচআইভি প্রতিরোধক তা যাচাই করা। গত ১৯ জুলাই ডারবানে অনুষ্ঠিত ২১তম এইডস সম্মেলনে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ওই পরীক্ষায় প্রতিষেধকটি ইতিবাচক ফল দেয়ায় এবার বড় পরিসরে পরীক্ষা করা হবে বলে জানান কেপটাউনের ডেসমন্ড টুটু এইচআইভি সেন্টারের সহকারি পরিচালক এবং ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির নবনির্বাচিত প্রেসিডেন্ট গেইল বেকার।