চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপে তুলে দেয়ার মাধ্যমে শুরু হবে ফল প্রকাশের প্রক্রিয়া। বেলা ২ টায় আনুষ্ঠানিকভাবে সব কলেজ, মাদ্রাসা, এসএসসি ও অনলাইনে ফল জানা যাবে।

চলতি বছরের ২ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। সেই হিসেবে ৫৮ দিনের মধ্যে এই ফল প্রকাশ করা হচ্ছে।

এবার সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। গেল এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও এইচএসসি পরীক্ষা ছিল যে কোনো ধরনের অভিযোগ মুক্ত।