চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীর মিয়াপাড়ায় ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা রক্ষার দাবিতে মানবন্ধন করেছেন ভক্ত-সমর্থক ও সাংস্কৃতিক কর্মীরা।

মঙ্গলবার বিকেলে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি, বরেন্দ্র ফিল্ম সোসাইটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

মানববন্ধন থেকে চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈত্রিক ভিটা উদ্ধার ও সংরক্ষণের দাবি জানানো হয়।

মহানগরীর মিয়াপাড়ায় ১৯৬৬ সালে গড়ে ওঠা রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথেই রয়েছে ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা। এই জমি ১৯৮৯ সালে লিজ নিয়েছে হোমিও কলেজ। তাদের দ্বিতল ভবনের কাজ শেষ হলে ঋত্বিক কুমার ঘটকের নামে গড়ে তোলা হবে হল রুম এমনটি দাবি করলেন হোমিপ্যাথিক কলেজের অধ্যক্ষ।

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটা উদ্ধার করে সংরক্ষণ করবেন এমনটি মনে করেন সংশ্লিষ্টরা।