চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘উড়াল সেতু ধসে সৃষ্টি কর্তার হাত’

কলকাতার নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে পড়ার পেছনে সৃষ্টিকর্তা হাত রয়েছে বলে মন্তব্য করেছেন সেতু নির্মাণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার একজন কর্ণধার।

আই ভি আর সি এল-‌র অন্যতম কর্ণধার কে পি রাও বলেছেন, এটা ভগবানের হাত ছাড়া আর কিছুই নয়!‌

নির্মাণাধীন ওই উড়াল সেতু ভেঙ্গে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। জীবিত উদ্ধার কয়েকজনের অবস্থা আশংকাজনক। এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। ধ্বংসস্তূপে চাপা পড়েছে বহু মানুষ।

দুর্ঘটনার পর সাংবাদিকদের কে পি রাও বলেন,  ‘৪৫ শতাংশ কাজ বাকি ছিল। একটা গার্ডার ‘‌মিস’‌ করে, তারপরে দ্বিতীয়টিও পড়ে যায়। এটা ভগবানের হাত ছাড়া আর কিছুই নয়। এমনটা আগে কখনও ঘটেনি। আমরাও বেদনাহত।’

এই মন্তব্য শোনার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, এবার এফ আই আর কি ভগবানের বিরুদ্ধে হবে?‌

দুর্ঘটনার পেছনে ভগবানের হাত থাকলেও ভগবানের ওপরে ভরসা রাখতে পারেননি সংস্থার কর্মীরা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই হায়দারাবাদের অফিস ছেড়ে পালিয়েছেন অনেকেই।

আর এই ঘটনার পর আই ভি আর সি এলের শেয়ারের দামও প্রায় ১১ শতাংশ পড়ে যায়।‌‌‌