চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উন্নয়নবঞ্চিত কুড়িগ্রামের বড়াইবাড়ী গ্রাম

দীর্ঘ ৬৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী গ্রামে। বাংলাদেশের ভূ-খণ্ড হলেও ভারত সরকারের দাবির কারণে ছিটমহলবাসীদের মত জীবন কাটাতে হয়েছে গ্রামের ৬ শতাধিক মানুষকে। অবশেষে ছিটমহল বিনিময়ের সময় সীমানা পুন:নির্ধারণ  হলেও গ্রামটির কোন উন্নয়ন হয়নি।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম বড়াইবাড়ী। ১৯৪৭ সালে ভারত ভাগের পর থেকেই এই গ্রামের ২শ’ ২৬ একর জমি ভারত সরকার তাদের অংশ বলে দাবি করে আসছিল। ২০১৫ সালের ১ আগষ্ট ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের সময় বড়াইবাড়ী গ্রামটি বাংলাদেশের অংশ বলে স্বীকৃতি দেয় ভারত সরকার। তারপর থেকে এ গ্রামের মানুষজন শান্তিতে বসবাস করলেও উন্নয়নের তেমন ছোয়া লাগেনি এখানকার মানুষের জীবন যাত্রায়। সাম্প্রতিক সময়ে সরকারের নানা উন্নয়ন প্রকল্পের কাজ এই প্রথম শুরু হওয়ায় এখানকার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে।

তবে বাংলাদেশী ভূখণ্ডের স্বীকৃতি পেলেও জমির আইনি জটিলতায় এখনও মেলেনি গ্রামবাসির জমির মালিকানা কাগজ।

অবহেলিত এই গ্রামের মানুষের উন্নয়নে সরকারের দ্রুত পদক্ষেপ নেবে এই আশা করছে স্থানীয় প্রশাসন।

বছরের পর বছর অধিকার বঞ্চিত বড়াইবাড়ি গ্রামের মানুষের উন্নয়নে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ওই অঞ্চলের মানুষের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: