চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উদ্যোক্তাকে বিপদে ফেলে ব্যাংকিং না করার পরামর্শ গভর্নরের

উদ্যোক্তাকে বিপদে ফেলে ব্যাংকিং না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির।বৃহস্পতিবার রাজধানীতে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, গ্যাস-বিদ্যুৎ এর সংযোগ না পেয়ে উৎপাদনে যেতে পারেনি অথচ বছরের পর বছর চড়া হারে সুদ দিতে হচ্ছে- এমন অভিযোগ শুনতে চান না তিনি।

মিরপুরে এদিন বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট- বিআইবিএম ক্যাম্পাসে পয়লা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া ঋণ নীতিমালার উদ্বোধনও করা হয়।

ঋণমান নির্ধারণে ব্যাংকের অভ্যন্তরীণ নীতি কী হবে, তা জানানো হয় ব্যাংকারদের। এ অনুয়ায়ী গ্রাহক শর্ত পূরণ করতে না পারলে সরাসরি অযোগ্য বিবেচিত হবেন। ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং- আইসিআরআর নামের নতুন নীতিমালা চালু হলে খেলাপী ঋণ কমে আসবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের।

ব্যবসার সাথে সাথে ঋণ গ্রহীতার স্বার্থ যাতে অগ্রাধিকার পায় সেই অনুরোধও করেন গভর্নর।

ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং- আইসিআরআর নীতিমালাটি চূড়ান্ত করার আগে ২২টি বাণিজ্যিক ব্যাংকের ২শ’ ২০টি নিরীক্ষিত প্রতিবেদন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৫৪টি কোম্পানির বার্ষিক আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: