চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উদ্বোধনীতে দুই লঙ্কানের বিরল বিশ্বরেকর্ড

ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ২০০ কিংবা তার বেশি রানের জুটি গড়ার বিশ্বরেকর্ড গড়েছেন দুই লঙ্কান ওপেনার নিরোশান ডিকেভেল্লা ও ধানুষ্কা গুনাথিলাকা।

শনিবার চতুর্থ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ২০৯ রান করেন। গুনাথিলাকা ৮৭ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ডিকেভেল্লা শতক হাঁকিয়ে (১১৬) বিদায় নেন। একই ভেন্যুতে আগের ম্যাচে তারা ২২৯ রান করেছিলেন।

ডিকেভেল্লা আগের ম্যাচেও শতক হাঁকিয়েছিলেন। সপ্তম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করার নজির গড়লেন তিনি। এর আগে কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা, রয় ডিয়াস, জয়াসুরিয়া, দিলশান এবং উপুল থারাঙ্গার এই রেকর্ড আছে।

চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের ফিল্ডাররা বাজে ফিল্ডিং করায় দুই ওপেনারের কাজটা সহজ হয়ে যায়। শ্রীলঙ্কা ইতিমধ্যে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। পাঁচ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ের এটি বাঁচা-মরার লড়াই।