চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উত্তর কোরিয়ার নতুন সময় শুরু

শুরু হচ্ছে উত্তর কোরিয়ার নতুন সময়ে পথচলা। এক শতাব্দিরও আগে দুই কোরিয়ার জন্য জাপানের বেঁধে দেয়া টাইম জোন ভেঙ্গে এবার বেরিয়ে এলো উত্তর কোরিয়া।

জাপানের টাইম জোন গ্রিনিচের আদর্শ সময় (গ্রিনিচ মিন টাইম) বা জিএমটি’র চেয়ে ৯ ঘণ্টা এগিয়ে। উত্তর কোরিয়ার ভাষায় ‘দুষ্ট জাপানি সাম্রাজ্যবাদীরা’ নিজেদের সময় জোর করে চাপিয়ে দিয়েছিলো উত্তর ও দক্ষিণ কোরিয়ার উপর।

জাপানের সাথে মিল রেখে এতোদিন একই টাইম জোনে ছিলো দেশ দুটি। বুধবার উত্তর কোরিয়ার পার্লামেন্টে দেশে প্রচলিত জিএমটি+৯ টাইম জোন থেকে আধ ঘণ্টা পিছিয়ে জিএমটি+৮:৩০ টাইম জোন গ্রহণ করার সিদ্ধান্ত হয়। শুক্রবার এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয় দেশটি।

নতুন টাইম জোন কার্যকর হবে ১৫ আগস্ট, জাপানের কাছ থেকে কোরীয় উপদ্বীপের স্বাধীনতার ৭০ বছর পূর্তির দিন। কার্যকর হওয়ার পর থেকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার চেয়ে আধ ঘণ্টা পিছিয়ে থাকবে। জাপানের দখলে যাওয়ার আগ পর্যন্ত কোরিয়ায় এই টাইম জোনই প্রচলিত ছিলো। এক শতাব্দি পর আবার আগের সময়ে ফিরে যাওয়াকে জাপানের কবল থেকে মুক্তির প্রতীক হিসেবে দেখছে উত্তর কোরিয়া।