চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উত্তরপ্রদেশসহ ৪ রাজ্যে এগিয়ে বিজেপি, পাঞ্জাবে প্রায় নিশ্চিহ্ন কংগ্রেস

ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে ধরে নিয়েছিল দেশটির রাজনৈতিক দলগুলো। সেই খেলায় এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি।

শেষ খবর পর্যন্ত উত্তরপ্রদেশের মোট ৪০৩ আসনের মধ্যে বিজেপি ২৫৫টি আসনে জয়ের পথে রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যোগী আদিত্য ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন এছাড়া গোয়া, উত্তরখণ্ড ও মণিপুর রাজ্যেও এগিয়ে আছে দলটি।

পাঞ্জাবের ১১৭ আসন বিশিষ্ট বিধানসভায় আম আদমি পার্টির ঝাড়ুর ঝড়ে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস। সেখানে ৮৭টি আসনে এগিয়ে কে।

হিন্দুস্তান টাইমস জানায়, উত্তরাখণ্ডে যেখানে ম্যাজিক ফিগার ৩৬, সেখানে বিজেপি এগিয়ে ৪১টি আসনে, কংগ্রেস এগিয়ে ২৫টি আসনে।

মণিপুরে বিজেপি একাই এগিয়ে ২৮টি আসনে। কংগ্রেসের জোট এগিয়ে মাত্র ৯টি আসনে। এদিকে অন্যান্য দল এগিয়ে বাকি আসনগুলিতে। এই রাজ্যে ম্যাজিক ফিগার ৩১।

গোয়ায় বিজেপি এগিয়ে ১৯টি আসনে। কংগ্রেস সেখানে এগিয়ে ১৪টি আসনে। এদিকে তৃণমূল-এমজিপি জোট এই রাজ্যে এগিয়ে পাঁচটি আসনে।

উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৭ মার্চ এই রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় ১ দফায় এবং মণিপুরে দুই দফায় ভোটগ্রহণ হয়েছিল।