চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদ শপিংয়ে কমপক্ষে ২৫ হাজার কোটি টাকার বেচাকেনা

এবারের ঈদ বাজারে কমপক্ষে ২৫ হাজার কোটি টাকার বেচাকেনা হবে বলে ব্যবসায়ী ও তাদের সমিতিগুলো আশা করছে। শুধুমাত্র পোশাক খাতেই বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি টাকা।

পোশাকের বাজারে সারাবছর যে বেচাকেনা হয় তার বড় অংশই হয় ঈদ-উল-ফিতরের আগে। বড় ফ্যাশন হাউসগুলোর জন্য রোজার ঈদে বিক্রি বছরের মোট বিক্রির কমপক্ষে ২৫ শতাংশ। আর ঈদ বাজারে ছোট পোশাকের দোকানগুলোর বিক্রি সারা বছরের বিক্রির অর্ধেকেরও বেশি।

ব্যবসায়ীরা বলছেন, ঈদে ক্রেতাদের মাঝে দেশীয় পণ্যের চাহিদা আগের চেয়ে অনেকটাই বেশি। তবে, কাপড়ের বাজারে পাকিস্তানকে হটিয়ে বাজার অনেকটাই দখল করে নিয়েছে ভারত। থাইল্যান্ড, চীনসহ অন্যান্য বিদেশী পণ্যের চাহিদাও আছে।

ঈদ বাজারের অর্থনীতির ব্যাখ্যা দিয়েছেন অর্থনীতিবিদরা।

ব্যবসায়ীরা বলছেন, পোশাকের বাজারে বড় অংশের বিক্রি প্রায় শেষ। তবে, শেষ চার-পাঁচ দিনে যে বিক্রি হবে সেটাও কম নয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: