চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঈদ যাত্রার শেষ দিনে মহাসড়কে দুর্ভোগ

ঈদ যাত্রার শেষ দিনে যানজটে মহাসড়কে আটকে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখো যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যানজট লেগে রয়েছে। এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত গাড়ি চলছে ধীরগতিতে। ঢাকা-আরিচা মহাসড়কেও রয়েছে যানবাহনের তীব্র চাপ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গাড়ি চলছে থেমে থেমে। ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের এলেঙ্গা, রসুলপুর, করটিয়া বাইপাস, ধেরুয়া রেলক্রসিং, পাকুল্যা এলাকায় খন্ড খন্ড যানজট লেগে রয়েছে। একদিকে যানজট অন্যদিকে এবারের টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশায় যাত্রী দুর্ভোগ আরো বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে জেলা ও হাইওয়ে পুলিশ।

ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরি ঘাটেও রয়েছে যানবাহনের তীব্র চাপ। পাটুরিয়া ঘাটে যানবাহনের সারি ১০ কিলোমিটার ছাড়িয়েছে। বিআইডব্লিউটিসি বলছে, ১৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। তবে, নদীতে স্রোত থাকায় পারাপারে অতিরিক্ত সময় লাগছে। ঘাট এলাকায় যাত্রীদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।

শিমুলিয়া – কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। বিআইডব্লিউটিসি বলছে হঠাৎ নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দেয়ায় রো রো ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক’শ যানবাহন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে। মেঘনা সেতুর পর মুন্সিগঞ্জ থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত গাড়ির গতি ধীর।এতে ঘরমুখো মানুষ পড়েছে চরম দুর্দশায়।