চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে সদরঘাট লঞ্চ টার্মিনালের প্রস্তুতি

সরকারি লঞ্চ এবং স্টিমারের পাশাপাশি ১৯০টি বেসরকারি স্বল্প ও দূরপাল্লার লঞ্চ নিয়ে এবারের ঈদ সেবায় প্রস্তুত দেশের প্রধান লঞ্চ টার্মিনাল সদরঘাট লঞ্চ টার্মিনাল।

তবে বৃষ্টির মৌসুমে ঈদ হওয়ায় নৌপথে এবার যাত্রী কিছুটা কম থাকবে বলে জানিয়েছে লঞ্চ মালিক সমিতি।

ঈদে বরিশাল বিভাগের সব জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা দূরপাল্লার লঞ্চ। তবে লঞ্চে ওঠার আগেই সদরঘাট এলাকার যানজটে নাকাল হওয়ার সম্ভাবনা এবারও থাকছে সব থেকে বেশি।

বরাবরের মত এবারও বাড়তি কিছু সুবিধা নিয়ে যাত্রী পরিবহনে প্রস্তুত বিশাল আকারের প্রায় ২০০ লঞ্চ।

ঈদ উপলক্ষে দেশের উপকূল এবং দক্ষিণের মানুষের লঞ্চ যাত্রা মূলত শুরু হবে ৩০ জুন রাত থেকে। তবে ঈদের আগে শেষ কর্মদিবস ৪ জুলাই হওয়ায় ওই দিনই সব চেয়ে বেশি ভিড় হবে বলে মনে করছে মালিক সমিতি।

অন্যান্যবার লঞ্চের কেবিন সংকট হলেও এবার তার কারণ দেখছেন না লঞ্চ মালিকেরা। ভরা বর্ষায় ঈদ এবং ঈদের পরই সন্তানদের স্কুলে পরীক্ষার কারণে মানুষের চলাচল কিছুটা কম থাকবে বলে ধারণা তাদের।

বেসরকারি লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বলেন, গত ১০ বছরের তুলনায় এবার চাহিদা হবে।

যাত্রীদের ছাদে না উঠতে বিশেষ অনুরোধ জানিয়েছে লঞ্চ মালিক সমিতি। আর যানজট কমাতে সদরঘাটের রাস্তার ওপর থেকে হকারদের সরিয়ে দেওয়ার অনুরোধ লঞ্চ যাত্রীদের।