চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে যাত্রী পারাপার নিশ্চিতে পাটুরিয়া ঘাটে ব্যাপক প্রস্তুতি

ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। যাত্রী ভোগান্তি কমাতে ঘাটে থাকছে ১৯টি ফেরি ও ৩৩টি লঞ্চ।

এছাড়া যানজট কমাতে ঈদের তিনদিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক চলাচল। থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

পাটুরিয়া ঘাট দিয়ে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার যানবাহন পারাপার হয়। ঈদের সময় এ চাপ কয়েক গুণ বেড়ে যায়। এবার ঈদে বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

ঈদের ৩ দিন আগে থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। যানজট নিরসনে ঘাট থেকে এক কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে পদ্ধতি নেয়া হয়েছে। ছোট আর বড় গাড়ির জন্য থাকছে আলাদা লেন।

যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন ও ভাড়া আদায় ঠেকাতে থাকবে ভ্রাম্যমাণ আদালত। ঘাট এলাকার নিরাপত্তায় থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৬শ’ সদস্য।

সড়কপথ ছাড়াও যাত্রীদের নিরাপত্তায় ২৪ ঘণ্টা নদী পথে টহল দেবেন নৌপুলিশের সদস্যরা।

গোলাম ছানোয়ার ছানুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট মৌসুমী সুলতানার ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত: