চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ঈদের সকালে চ্যানেল আইয়ে হুমায়ূন-শাওনের ‘কৃষ্ণপক্ষ’

হুমায়ূন আহমেদের গল্পে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ঈদের দিন সকালে চ্যানেল আইয়ের পর্দায় ‘কৃষ্ণপক্ষ’

গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

ঈদের সাতদিন থাকছে বাংলা সাহিত্যের কিংবদন্তি গল্প ও উপন্যাসের সম্রাট হুমায়ূন আহমেদ ক্লাসিক। প্রতিদিন হুমায়ূনের গল্প, কাহিনী আর চিত্রনাট্যে থাকছে একটি চলচ্চিত্র।

এরমধ্যে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদের গল্পে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’।

মেহের আফরোজ শাওন পরিচালিত দুটি বিভাগে জাতীয় পুরস্কার পাওয়া এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে আছেন রিয়াজ ও চিত্রনায়িকা মাহি।

এছাড়া অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ,তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আখন্দ ও ফারুক আহমেদ।