চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের দিন বৃষ্টি হওয়ার আশঙ্কা

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঈদের দিনে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে সবচেয়ে বেশি।

মঙ্গলবার রাতেও অনেক এলাকায় বজ্রপাতসহ ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী কালের পর থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় সকল সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছিলো আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকালে লঘুচাপটি স্থাল ভাগ অতিক্রম করায় সতর্ক সংকেত তুলে দেয় আবহাওয়া অফিস।