চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ে ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’

ঈদের সাত দিনেই সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে থাকছে দারুণ সব চলচ্চিত্র। এরমধ্যে ৫টি ছবিই মোস্তফা সরয়ার ফারুকীর! ঈদের দিন দেখানো হয়েছে বহুল আলোচিত ‘টেলিভিশন’ ছবিটি।

তারই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিন (সোমবার) দেখানো হবে ফারুকীর আরেক আলোচিত ছবি ‘পিঁপড়াবিদ্যা’।

মোস্তফা সরয়ার ফারুকী রচিত এবং পরিচালিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিতে অভিনয় করেছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী শিনা চৌহান, নূর ইমরান মিঠু, সাব্বির হাসান লিখন, মুকিত জাকারিয়া, মোহিনী মৌ প্রমুখ।

পিঁপড়াবিদ্যা চলচ্চিত্রটি কো-প্রোডাকশন মার্কেট এশিয়া প্রোজেক্ট মার্কেটের (এপিএম) জন্য নির্বাচিত হয়েছিল। ২০১৩ সালের ৩০টি চলচ্চিত্রের মধ্যে এটি স্থান করে নিয়েছে। এছাড়াও এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড, বুসান চলচ্চিত্র উৎসবের ‘উইন্ডোস অন এশিয়ান সিনেমা’ বিভাগের জন্য এবং সাংহাই চলচ্চিত্র উৎসবের গোল্ডেন গবলেট পুরস্কার প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের’ জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি।