চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইরানে বিনিয়োগ করবেন না সৌদি প্রিন্স

সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক ছিন্নের জেরে ইরানে বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালা। এক টুইট বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি তার টুইট বার্তায় লেখেন,‘সৌদি আরবে ইরানি কূটনীতিকের এক আমন্ত্রণ তিনি বাদ দিয়েছেন।’ ওই আমন্ত্রণে তার কোম্পানির ইরানে বড় ধরনের বিনিয়োগের ব্যাপারে আলোচনা হওয়ার কথা ছিলো।

সৌদি আরবের অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠান বাজেট ক্যারিয়ারের ৩৪ শতাংশ শেয়ারের মালিক আলওয়ালিদ। ওই টুইট বার্তায় তিনি ইরানে আর বিনিয়োগ না বাড়ানোর কথাও জানিয়েছেন।

এর আগে গত শনিবার, বিভিন্ন অপরাধে ৪৭ জনকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব। এর মধ্যে ছিলেন প্রভাবশালী শিয়া নেতা শেখ নিমর আল-নিমর। তাকে মৃত্যুদণ্ড না দিতে সৌদিকে সতর্ক করেছিলো ইরান।

নিমরের মৃত্যুদণ্ডের পর ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানে পুড়িয়ে দেওয়া হয় সৌদি দূতাবাস। এ ঘটনার জেরে দেশটির সঙ্গে সব কূটনৈতিক ও ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।