চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইরানে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১৫

ইরানের রাজধানী তেহরানের কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে দেয়ালে গিয়ে আঘাত হানার পর ওই দুর্ঘটনা ঘটে। কার্গো বিমানটিতে মোট ১৬ জন আরোহী ছিল।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে এ কথা বলা হয়।

ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘বোয়িং ৭০৭ নামের এ কার্গো বিমানটি তেহরানের পূর্বে আলবোর্জ প্রদেশে ফাথ বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে পাইলট ভুল রানওয়ে নির্ধারণ করায় এ দুর্ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় বিমানে থাকা মোট ১৬ জনের মধ্যে ফ্লাইট ইঞ্জিনিয়ার বাদে সবাই নিহত হয়। ফ্লাইট ইঞ্জিনিয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

এটি একটি সামরিক কার্গো বিমান। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে মাংস পরিবহন করা হচ্ছিল।