চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইরানের তেল বাণিজ্যে সহায়তা করবে রাশিয়া

২০১৫’র পারমাণবিক চুক্তির সময় ইরানের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিলো, তার সবগুলোই আবারও আরোপ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, এটি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা।

তবে ইরানের কাছ থেকে যে ৮টি দেশ এখনও তেল আমদানি করছে, তাদের বিরুদ্ধে আগের বারের মতো নিষেধাজ্ঞা আরোপ না করে ধীরে ধীরে তেহরান থেকে তেল আমদানি কমিয়ে একটা সময় পুরোপুরি বন্ধ করে দেয়ার শর্ত দেয়া হয়েছে।

৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে ইরানের জাহাজ শিল্প, আমদানি-রপ্তানি এবং জ্বালানি খাত। তবে ওই নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে ইরানের তেল ব্যবসায় সহায়তা করার ঘোষণা দিয়েছে রাশিয়া।

ইরানের পরমাণু ইস্যুতে করা চুক্তি বহাল রেখে দেশটির সঙ্গে বৈধ ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।