চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইমাম হত্যা: নিউইয়র্কে সকল ধর্মাবলম্বীদের শান্তি সমাবেশ

সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী ইমাম মাওলানা আলাউদ্দিন ও অপর মুসুল্লি তারা উদ্দিন হত্যার প্রতিবাদে নিউইয়কের্র  ব্রুকলিনে শান্তি সমাবেশ করেছে সকল ধর্মাবলম্বী মানুষেরা।

সমাবেশে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ও ইসলাম ধর্মের প্রতিনিধিরা বলেন, সকল ধমের্ই হত্যা একটি গর্হিত কাজ। তারা অবিলম্বে দুই বাংলাদেশী হত্যাকারীর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নিউইয়র্ক সিটি করপোরেশন ও ব্রুকলিন এলাকার জনপ্রতিনিধি এবং ধর্মীয় নেতারা বলেন, সিটির অগ্রযাত্রায় বাংলাদেশী মুসলিম কমিউনিটির অবদান অনেক।

তারা বলেন, সকল ধর্মের মানুষের সহ অবস্থান নিউইয়র্ক সিটির ঐতিহ্য। আমরা আমাদের সহাবস্থান ধরে রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

সিটিতে বসবাসকারী কোন সম্প্রদায়ের কাউকে আঘাত করা হলে তা সব সম্প্রদায়কে আঘাত করার শামিল বলেও মনে করেন তারা।

শান্তি সমাবেশে বক্তৃতা করেন ব্রুকলিন ব্যুরো প্রেসিডেন্ট এরিক এডামস, কাউন্সিল মেম্বার ব্র্যাড ল্যান্ডার, সিটি মেয়র প্রতিনিধি ড্যানিয়েল আব্রামসন, এন ওয়াইপিডি মুসলিম সোসাইটির প্রেসিডেন্ট আদিল রানা, অ্যাসেম্বলী মেম্বার ডেভিড হাইকাইন্ড, বিশপ ডেভিড ব্যাঙ্কে, ডক্টর জাহাঙ্গীর কবির, হাফেজ নজরুল ইসলাম ও অন্যরা।