চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইমরুলকে ফিরিয়ে ফাইনালের স্কোয়াড

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরি করে পুরস্কারটা হাতেনাতেই পেলেন ইমরুল কায়েস। বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফিরিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের স্কোয়াড দিয়েছে বিসিবি। ইমরুল ফিরলেও স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউ। গত দুই ওয়ানডের ১৫ জনের দলে কেবল একজন বাড়ানো হয়েছে।

প্রথম দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন ইমরুল। তবে চোটের কারণে একাদশে বিবেচিত হননি। চোট সেরে ওঠায় টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এই ওপেনারকে পাঠানো হয় বিসিএল খেলতে। সেখানে তৃতীয় রাউন্ডে সাউথ জোনের হয়ে ১১৮ রানের ইনিংস উপহার দিয়ে আবারও দলে ফিরলেন তামিমের উদ্বোধনী সঙ্গী।

গত চার ম্যাচে ওপেনার এনামুল হক বিজয় রানখরায় থাকায় ফাইনালে তামিম ইকবালের সঙ্গী হতে পারেন ইমরুলই।

আগামী শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও চণ্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। ম্যাচ মাঠে গড়াবে বেলা ১২টায়।

ফাইনালের বাংলাদেশ দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু।